Welcome To My Blog

Thank You For Visit My Blog...

Friday, May 3, 2019

ঘূর্ণিঝড় ফণীর লাইভ দেখুন নিজের মোবাইল থেকেই।

ঘূর্ণিঝড় ফণীর লাইভ দেখুন নিজের মোবাইল থেকেই।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। কেমনই বা থাকার কথা যখন শোনা যায় যে আসছে ঘূর্ণিঝড় ফণী। আর যদি হয়ে থাকেন দূর্গম এলাকার লোক তাহলে তো কথায় নেই। আমরা আল্লাহ তা'লার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি থেকে আমাদের রক্ষা করেন। আমিন। কেমন হয় যদি আবহাওয়াবীদের মতো আমরাও দেখতে পাই ঘূর্ণীঝড় কোথায় অবস্থান করছে এবং তার বাতাসের বেগ কত ও কোন দিকে যাচ্ছে। তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল থেকেই দেখতে পারবেন ঘূর্ণীঝড় কোথায় অবস্থান করছে, বাতাসের বেগ কত, স্যাটেলাইট ভিও সহ আরও অনেক কিছু। কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল পোষ্টে। আপনারা এই কাজটি করতে পারবেন দুইভাবে। একটি হলো মোবাইল অ্যাপ ব্যবহার করে আর অন্যটি হলো ওয়েব সাইট ব্যবহার করে। যারা মোবাইল অ্যাপ এর মাধ্যমে দেখতে চান তারা চট করে এই অ্যাপটি নামিয়ে ফেলুন। App Link আর যারা ওয়েব সাইটের মাধ্যমে দেখতে চান তারা নিচের লিংক  এ  যান। সেখান থেকেও আপনি চাইলে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন আপনার পছন্দের OS এর জন্য। Web Link  অ্যাপস ডাউনলোড করার পর ওপেন করুন। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লোকেশন Allow করে দিন। তাহলে আপনার ঠিকানায় মার্ক দেখাবে। তারপর নিচের মার্ক করা স্থানে ক্লিক করে সেটিংস এ যান। এরপর এখান থেকে Show values in grid এই অপশনটি বন্ধ করে দিন। এরপর ব্যাক করে চলে আসুন। দেখুন এখানে হাবিজাবি সংখ্যাগুলো আর নেই। এখন আপনি Zoom in, Zoom Out করে সব কিছু দেখতে পারবেন। সারাদেশের কোথায় কেমন বাতাস বইছে তাও জানতে পারবেন। এরপর আপনি চাইলে এখান থেকে বিভিন্ন View এ দেখতে পারবেন। আশা করছি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন পোস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। My Facebook

4 comments:
Write comments

Services

More Services

© 2019 MMB KARIB. Designed by MMB KARIB | Distributed By MMB KARIB
Powered by MMB KARIB.